সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৯ এপ্রিল ২০২৫ ২৩ : ৩৫Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এলেন, দেখলেন, জয় করলেন। নামের পাশে মাত্র ৩৪ রান হলেও, রাজস্থান-লখনউ ম্যাচের নায়ক বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়। যেমন তেমন অভিষেক নয়। প্রথম বল থেকেই নিজের জাত চেনালেন। আইপিএলের মঞ্চে প্রথমবার নেমেই একের পর এক বড় শট। যেটুকু সময় ক্রিজে ছিলেন, নির্ভীক মনোভাব নিয়ে ব্যাট করলেন। কোনও ভয়ডর নেই। তিনটে ছক্কা হাঁকান। মারেন দুটো চারও। ২০ বলে ৩৪ রান। স্ট্রাইক রেট ১৭০। এককথায়, স্বপ্নের অভিষেক। কিন্তু আউট হওয়ার ধরনে চোখের জল ধরে রাখতে পারেননি। মার্করামের বলে স্ট্যাম্প হন। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। তবে মানুষের মনে জায়গা করে নিলেন ১৪ বছরের সূর্যবংশী। একই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীন তেন্ডুলকরের। বৈভবের ভবিষ্যতে কী আছে, সেটা সময়ই বলবে। তবে শুরুটা আশা জাগানো। কিন্তু শেষপর্যন্ত জিততে পারেনি রাজস্থান রয়্যালস।
রুদ্ধশ্বাস ম্যাচে ২ রানে জয় লখনউ সুপার জায়ান্টসের। ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবেশ খান। ৩৭ রানে ৩ উইকেট তুলে নেন। দুর্দান্ত শেষ ওভার। লখনউ-রাজস্থান ম্যাচ মনে করিয়ে দেয় পাঞ্জাব-কেকেআর ম্যাচকে। জেতা ম্যাচ হাতছাড়া করল রাজস্থান। যশস্বী জয়েসওয়ালের ৭৪ রান কাজে লাগল না। রিয়ান পরাগ (৩৯) কিছুটা চেষ্টা করলেও বাকিরা ব্যর্থ। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে লখনউ। জবাবে ৫ উইকেটের বিনিময়ে ১৭৮ রানে থামে রাজস্থানের ইনিংস।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। শুরুতেই ফেরেন মিচেল মার্শ (৪) এবং নিকোলাস পুরান (১১)। রান পাননি ঋষভ পন্থও। ৫৪ রানে ৩ উইকেট হারায় লখনউ। মাত্র তিন রানে ফেরেন অধিনায়ক। কিন্তু সেই ফায়দা তুলতে পারেনি রাজস্থান। চতুর্থ উইকেটে ৭৬ রান যোগ করে আইডেন মার্করাম-আয়ুশ বাদোনি জুটি। ৪৫ বলে ৬৬ রান করে আউট হন প্রোটিয়া তারকা। ইনিংসে ছিল ৩টি ছয়, ৫টি চার। অর্ধশতরান করেন বাদোনিও। ১টি ছয় এবং ৫টি চারের সাহায্য ৩৪ বলে ৫০ রান করেন। কিন্তু লখনউয়ের ইনিংসের আসল চমক আব্দুল সামাদ। দুরন্ত ক্যামিও। চারটি ছয়ের সাহায্যে ১০ বলে ৩০ রান করেন। ২০ ওভারের শেষে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে লখনউ। শেষে আবেশ খানের বাজিমাত।
নানান খবর
নানান খবর

এবারের আইপিএল যেন জরিমানার আইপিএল, স্লো ওভার রেটের ফাঁদে এবার শুভমান, কত টাকা দিতে হবে জানেন?

বাদ দিতে হয়েছে প্রিয় এই খাবারগুলি, জানেন নিলামে সুযোগ পেয়ে কি খাওয়া বন্ধ করেছেন ১৩ বছরের সূর্যবংশী?

১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক, ইতিহাস লিখলেন সূর্যবংশী

বাটলারের বাজি, ঘরের মাঠে দাপুটে জয়ে গুজরাটের

মন্থর স্ট্রাইক রেটের জন্য বাতিল তারকাই গড়ল আইপিএলে ছক্কার অনবদ্য নজির

'ভাল পারফর্মার চেয়েছিলাম, বড় নাম নয়,' নিজের করা মন্তব্যকে ভুয়ো খবর বলে ওড়ালেন প্রীতি

হোম কামিং! কেকেআরে ফিরলেন জাতীয় দলে 'ব্রাত্য' অভিষেক নায়ার

রাজস্থানের ড্রেসিংরুমের সমস্যা, সঞ্জুর সঙ্গে ঝামেলার প্রসঙ্গ উড়িয়ে দিলেন দ্রাবিড়

৬ ম্যাচে মাত্র ৪১ রান! পাঞ্জাবের চার কোটির তারকাকে হুঁশিয়ারি প্রাক্তনীর

চাহালের উত্তরে ডগমগ প্রীতি, কী বললেন তারকা স্পিনার?

ইতিহাসের হাতছানি কোহলির সামনে, রোহিতকে টপকে ঢুকে পড়তে পারেন এলিট তালিকায়

গুরজাপনীতের পরিবর্ত ঘোষণা, কাকে নিল চেন্নাই?

অটোগ্রাফ চাওয়ার জন্য ফ্যানকে ধমক, এ কী করলেন ধোনি?

একই অঙ্গে এ কোন রূপ? ওয়াংখেড়েতে একেবারে অচেনা হেড, কী এমন ওষুধ দিল মুম্বই?

বর্ডার-গাভাসকর ট্রফির শত্রুতা ভুলে গল্প মাতলেন যশস্বী-স্টার্ক, ভাইরাল ভিডিও

জরিমানার তালিকা বাড়ছেই, এবার বড়সড় শাস্তির মুখে পড়তে হল দিল্লি ক্যাপিটালসের এই তারকাকে, কী করেছিলেন জানেন?

কোনও গডফাদার নেই, আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে কীভাবে প্রচারে 'নোটবুক' সেলিব্রেশনের নায়ক?